একদা এক রোগী চিকিৎসার জন্য হসপিটালে গেলেন। চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা এক্স-রে করে বললেন, আপনার পেটের ভিতরে তেলাপোকা রয়েছে। আপনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হবে।
বেছারা তার সহায় সম্পত্তি বিক্রি করে কোন রকম করে সিঙ্গাপুর যাওয়ার এবং চিকিৎসার খরচ জোগালেন। সিঙ্গাপুরের চিকিৎসকগণ ভালো করে পরীক্ষা-নিরীক্ষা এবং এক্স-রে করে বললেন।আপনি দেশে ফিরে যান, আপনার পেটে কোন তেলাপোকা নেই। আসলে তেলাপোকা ছিল আপনার দেশের এক্স-রে মেসিনের ভেতর।
কি ভাবছেন, হাসবেন নাকি আফসোস করবেন?
যাইহোক, এটাই হচ্ছে আমাদের দেশের চিকিৎসক আর চিকিৎসার হাস্যকর কিছু কঠিন বাস্তবতা!